আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসা প্রদর্শনের সুফল

হযরত বায়েজিদ বোস্তামী (রহঃ) আমাদের মুসলিম ইতিহাসে অসাধারণ এক বুযুর্গ। তার সম্পর্কে একটি বিখ্যাত ঘটনা আছে। তিনি যখন ইন্তেকাল করেন, তখন একব্যক্তি তাঁকে স্বপ্ন দেখল। প্রশ্ন করল, আল্লাহ আপনার সাথে কী আচরণ করেছেন? হযরত বায়েজিদ বোস্তামী (রহঃ) বললেন, আল্লাহ আমার সাথে অদ্ভুত আচরন করেছেন। আমি যখন আল্লাহর সমীপে হাজির হলাম, তখন তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, আমার কাছে কী আমল নিয়ে এসেছে? আমি ভাবলাম, কী জবাব দেব? আমার কোন আমলটির কথা বলবো? কারণ, আল্লাহর দরবারে পেশ করার মতো কোণ আমল তো আমার নেই। তাই আল্লাহর দরবারে আরয করলাম, হে আল্লাহ! আমি কিছুই আনতে পারেনি। শূন্যহাতে এসেছি, একমাত্র আপনার অন্যগ্রহ ছাড়া আমার কোনো গতি নেই। আল্লাহ ইরশাদ করলেন, তুমি তো দুনিয়াতে অনেক বড় বড় আমল করে এসেছ। তবে তোমার একটি আমল খুবই পছন্দ হয়েছে। আজ তোমাকে সেই আমলটির বিনিময়ে ক্ষমা করে দিচ্ছি। আমলটি হলো, একরাতে তুমি যখন ঘুম থেকে জাগ্রত হয়ে দেখেছ, একটা বিড়ালের বাচ্ছা প্রচন্ড শীতে থরথর করে কাঁদছে, বিড়ালটার জন্য তোমার অন্তরে মমতা জাগে। তুমি বিড়ালটাকে লেপের ভেতরে আশ্রয় দিয়েছ। তখন বিড়ালটার অবশিষ্ট রাত লেপের নিচে আরামে ঘুমিয়েছে। তোমার এ আমলটি ছিল গভীর ইখলাসপূর্ণ। একমাত্র আমার সন্তুষ্টি ছাড়া সেখানে তোমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। তোমার একাজটি আমার খুবই পছন্দ হয়েছে। এরই বিনিময়ে আজ তোমাকে ক্ষমা করে দিচ্ছি। হযরত বায়েজিদ বোস্তামী (রহঃ) বলেন, পৃথিবীতে জ্ঞান-পাণ্ডিত্যের কত বড়-বড় সিঁড়ি পার করে এসেছি। কিন্তু আজ তার কোনোটিই কাজে আসেনি। কাজে এসেছে আল্লাহর সৃষ্টির প্রতি একটি মহব্বতপূর্ণ আচরণ। 

Post a Comment

0 Comments